রৌমারীতে রাতের আঁধারে কৃষককে কুপিয়ে হত্যা
জড়িত সন্দেহে আটক ১
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রৌমারীতে মো. আবদুল্লাহ (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার রাতের কোনো এক সময়ে ওই কৃষককে হত্যা করে লাশ পরিত্যক্ত ওই ঘরে ফেলে রাখে খুনিরা। বৃহস্পতিবার থানা পুলিশ উপজেলার বাইসপাড়া গ্রামের নিহতের বাড়ি থেকে কিছু দূরে একটি ঘর থেকে লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়।
ওই ঘটনায় সন্দেহজনক ফুল মিয়া নামের একজনকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটক ফুল মিয়ার বিরুদ্ধে একটি মামলায় আদালতে সাক্ষী দেয়ার কারণে ওই খুনের ঘটনা ঘটতে পারে। বাইসপাড়া গ্রামের ইমান আলীর পুত্র নিহত মো. আবদুল্লাহ। নিহতের স্ত্রী ফরিদা খাতুন জানান, বুধবার বিকালে বাড়ি থেকে রৌমারী হাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। সিনিয়র সহকারী পুলিশ সুপার (রৌমারী সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, কি কারণে খুন হয়েছে সেটা এখনই জানানো যাচ্ছে না।
