রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর দখল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি পুকুর জোর করে দখল করে নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নগরীর হেতেমখাঁ এলাকার আহাম্মদ হাসান জোবায়ের নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার সকালে রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জোবায়ের বলেন, দখলরোধে আইনের আশ্রয় নিয়েও কাজ হচ্ছে না। এ ব্যাপারে বোয়ালিয়া থানা ও আদালতে মামলা করা হয়েছে। কিন্তু এখন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তার পুকুরটি দখল করা হচ্ছে। প্রতিবেশী মীর্জা আশিকুল আজিজ উজ্জ্বল এ অপচেষ্টা চালাচ্ছেন।
