Logo
Logo
×

বাংলার মুখ

দোয়ারাবাজারে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

Icon

দোয়ারাবাজার দিরাই ও দৌলতখান প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পাণ্ডারগাঁও ইউনিয়ন যুবলীগ দেড় শতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। বুধবার সন্ধ্যায় মঙ্গলপুর বাজারে আবদুল জব্বারের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সাইফুর রহমান সায়েমেরে পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ফতেহুল ইসলাম, আবদুন নুর, মজিবুর রহমান, আবুবকর জাকারিয়া, আবদুল জহির, সোহেল আহমদ, পাবেল, আফাজ উদ্দিন, আশিস, মনোয়ার হোসেন, শামীম, এমরান, আমিনুল, তোফায়েল, আঙ্গুর, ফরিদ প্রমুখ।

এদিকে সুনামগঞ্জের দিরাইয়ে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার তেতৈয়া নিন্মমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে তেতৈয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে তিন শতাধিক ছিন্নমূল পরিবারের মাঝে শীতবস্ত্র ও শতাধিক শিক্ষার্থীকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। কুলঞ্জ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় শীতবস্ত্র ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জামিল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী মনিরুল হক, দিরাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী। বক্তব্য দেন আবদুল হেকিম, শফিকুর রহমান, রায়হান চিশতী, মতিউর রহমান, অসীত বরণ তালুকদার, সোনাই মিয়া, আবদুল হাসিদ, সুমন মিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি লিটন মিয়া।

অপর দিকে ভোলার দৌলতখানে বুধবার মধ্য মেঘনায় অবস্থিত ইউনিয়ন হাজিপুর চরের পাঁচ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে সংসদ সদস্য আলী আজম মুকুল কম্বল বিতরণ করেছেন। হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন মেম্বারের সভাপতিত্বে নদীর পাড়ে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আসা শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এমপি মুকুল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম