Logo
Logo
×

বাংলার মুখ

মোহনগঞ্জ পাইলট স্কুলের পুনর্মিলনী উৎসব আজ

Icon

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মোহনগঞ্জ পাইলট স্কুলের পুনর্মিলনী উৎসব আজ

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

ঐতিহ্যবাহী মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে। পাইলটিয়ান পুনর্মিলনী উৎসবকে কেন্দ্র করে চারদিকে সাজ সাজ রব উঠেছে। এর মধ্যে বিদ্যালয় চত্বর ও ভবনসমূহ আকর্ষণীয় সাজে সাজানো হয়েছে। ফুটে উঠেছে নান্দনিক পরিবেশ।

বিদ্যালয় প্রতিষ্ঠার ৮৬ বছরের মধ্যে এবার প্রথম সবচেয়ে ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ হবে এ পুনর্মিলনী অনুষ্ঠান। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সকালে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উদ্বোধনী পর্বে পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান সভাপতিত্ব করবেন। এতে হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি রেবেকা মমিন এমপি, পাট ও বস্ত্র সচিব ফয়জুর রহমান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কথা সাহিত্যিক ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম বক্তব্য রাখবেন।

দ্বিতীয় অধিবেশনে পুনর্মিলনী কমিটির স্থানীয় আহ্বায়ক ও পৌর মেয়র লতিফুর রহমান রতন সভাপতিত্ব করবেন। এতে বুয়েটের সাবেক অধ্যাপক ড. আবদুল মতিন, সাজ্জাদুল হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সফর আলী আকন্দ, ঢাকা ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কাজী মোজাম্মেল হক, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. সদরুল আমিন, মার্কিন যুক্তরাষ্ট্রের এলিজাবেথ সিটি স্টেট ইউনিভার্সিটির ভিসির উপদেষ্টা ড. আলী আতহার খান প্রমুখ বক্তব্য রাখবেন।

মোহনগঞ্জ মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় পাইলটিয়ান পুনর্মিলনী উৎসব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম