কমলগঞ্জে বিতরণের বই ছিঁড়ে ফেলার অভিযোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কমলগঞ্জের ধলই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য সংগ্রহে রাখা নতুন পাঠ্যপুস্তক দুষ্কৃতকারীরা ছিঁড়ে বিদ্যালয়ের বাইরে ফেলে দেয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিন দেখা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ধলই চা বাগানের ধলই প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করার জন্য নিয়ে রাখা বইগুলো অফিস কক্ষ ভেঙে রাতের আঁধারে দুষ্কৃতকারীরা বই বের করে ছিঁড়ে ফেলে দেয়। স্কুলের প্রধান শিক্ষক সত্য নারায়ণ রাজভর জানান, স্কুলে ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণীর মোট ২১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিতরণের জন্য এনে রাখা ২১৫ সেট বই ছিঁড়ে বাইরে ঝোপঝাড়ের মধ্যে ফেলে রাখে। তিনি অভিযোগ করে বলেন, ১৬ ডিসেম্বর পালন উপলক্ষে আয়োজিত খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে এ বাগানের শিবলাল এবং অর্জুনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। তখন স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় ঘটনার মীমাংসা হলেও পরবর্তীতে ২৬ ডিসেম্বর আবার শিবলাল ও অর্জুনের অনুসারী সুশিল পাশী বাগানের নলকূপ চুরির ঘটনা নিয়ে প্রধান শিক্ষক সত্য নারায়ণ রাজভরের সঙ্গে কথাকাটাকাটি হয় এবং একপর্যায়ে তাকে মারার জন্য তেড়ে আসে। স্থানীয়দের হস্তক্ষেপে সাময়িকভাবে বিষয়টি সমাধান হলেও ঘটনার ২ দিনের মধ্যে কে বা কারা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য সংগ্রহে রাখা বই ছিড়ে ঝোপঝাড়ে ফেলে দিয়েছে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা অফিস ও কমলগঞ্জ থানাকে অবহিত করেছে। মাধবপুর ক্লাস্টার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মনেরমা দেবী ধলই স্কুলের বই ছিঁড়ে ফেলার ঘটনা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্পকুমার কানু বলেন, চা শ্রমিকের শিশু সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করতেই কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের কাছে জোর দাবি রাখছি। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
