Logo
Logo
×

নগর-মহানগর

ফেব্রুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ করবে জাতীয় পার্টি

১ জানুয়ারি গণমিছিল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী বেশ জাঁকজমকভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। আগামী ১ জানুয়ারি দলটির প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এদিন রাজধানীতে গণমিছিল করবে দলটি। একই সঙ্গে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ মহাসমাবেশ থেকে আগামী দিনের কর্মসূচি ও পরিকল্পনার কথা ঘোষণা করবেন। এছাড়া বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদসহ দলের শীর্ষ নেতারা মহাসমাবেশে বক্তৃতা করবেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যৌথ সভা অনুষ্ঠিত হয়। পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এসব পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করতে হবে। এরশাদের নেতৃত্বে আগামী দিনে জাতীয় পার্টির সরকার প্রতিষ্ঠায় এখন থেকেই সর্বশক্তি নিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, রংপুরে বিজয়ের মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি, কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে জাতীয় পার্টির অগ্রযাত্রা রুখতে পারবে না। রংপুরের বিজয়যাত্রা আমরা সারা দেশে ছড়িয়ে দিতে চাই। ১ জানুয়ারি ঢাকায় গণমিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আবারও প্রমাণিত হবে জাতীয় পার্টির গণভিত্তি অনেক সুদৃঢ় ও শক্তিশালী।

ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষ বিরক্ত। দেশের মানুষ এখন তৃতীয় শক্তিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি হল সেই তৃতীয় শক্তি। আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে রংপুরে বিজয় অর্জন করেছি তেমনি ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনের জন্য জোর প্রস্তুতি গ্রহণ করতে হবে। জিএম কাদের আরও বলেন, দেশের মানুষ এখন এরশাদকে ক্ষমতায় দেখতে চায়।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতি, সৈয়দ আবদুল মান্নান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. আজম খান, মো. শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া, মোহাম্মদ নোমান মিয়া এমপি, ভাইস চেয়ারম্যান এমএ সাত্তার, অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির, মো. আরিফুর রহমান খান, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, জাতীয় যুব সংহতি সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা অনন্যা হুসেইন মৌসুমী, শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খান, মানিকগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. হাসান সাঈদ, নরসিংদী জেলা সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়া, গাজীপুর জেলা সদস্য সচিব গাজী মানিক, জাতীয় ছাত্র সমাজ সহসভাপতি মশিউর রহমান।

জাতীয় পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য নাজমা আক্তার, ভাইস চেয়ারম্যান এমএ তালহা, দিদারুল আলম দিদার, আমানত হোসেন আমানত, যুগ্ম মহাসচিব শেখ আলমগীর হোসেন, আশরাফ সিদ্দিকী, দিদারুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমেদ ডালু, মো. ইসহাক ভূঁইয়া, মো. জসিম উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, শারমিন পারভীন লিজা, সৈয়দা পারভীন তারেক, ডা. সেলিমা খান, মো. হারুন অর রশিদ, আমিনুল ইসলাম ঝন্টু, সুমন আশরাফ, শাহিদা রহমান রিংকু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম