ভাঙ্গুড়ায় শিক্ষার্থীদের কোচিংমুখী না করতে প্রধান শিক্ষকদের অঙ্গীকার
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষক ও শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে ও শিক্ষার্থীরা যেন কোচিং সেন্টারমুখী না হয় সেজন্য পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২১ জন প্রধান শিক্ষক ৩শ’ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। ১৭ ডিসেম্বর দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে গোপনে ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে এক জরুরি সভা শেষে স্বাক্ষর করেন স্কুল প্রধানরা।
তবে ২৭ ডিসেম্বর বিষয়টি জানাজানি হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. সানোয়ার হোসেন সভাপতিত্ব করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষক সমিতির এমন উদ্যোগকে অভিভাবক ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. সানোয়ার হোসেন জানান, আমরা কোচিং সেন্টারের বিপক্ষে। আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক আছে। ল্যাব আছে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নিয়েছি। উপরোক্ত বিষয়ে সবাই একমত হয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম যুগান্তরকে জানান, আমি ওই সভায় ছিলাম। সভায় উপস্থিত প্রধান শিক্ষকরা সবাই স্বপ্রণোদিত হয়ে শর্তগুলো পালনে সম্মত হয়ে স্বাক্ষর করেছেন।
