ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য অবরুদ্ধ বিক্ষোভ
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কর্মসৃজন প্রকল্পের মজুরি কম দেয়াকে কেন্দ্র করে ঠাকুরগাঁও সদর উপজেলার
মোহাম্মদপুর ইউপির সদসস্য মো. মুকুলের শাস্তির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে। একপর্যায় উত্তেজিত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ওই ইউপি সদস্যকে ২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। বৃহস্পতিবার কর্মসৃজন প্রকল্পের টাকা ঠাকুরগাঁও মাদারগঞ্জ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে উত্তোলনের পর ওই ইউপি সদস্য শ্রমিকদের কাজের টাকা কম দিচ্ছিলেন। এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠেন এবং ইউপি মেম্বার মুকুলের শাস্তির দাবিতে ব্যাংক চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের মেম্বারের দলবল গালমন্দ করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে প্রায় ২ ঘণ্টা সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে ইউপি চেয়ারম্যান মো. সোহাগ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন। এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মো. সোহাগ বলেন, শ্রমিকদের অভিযোগ পেয়েছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে ঘটনা অবগত করেছেন।
