Logo
Logo
×

আবহমান চট্টগ্রাম

রাউজানে বিজয় মেলা শুরু

Icon

রাউজান প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাউজানে দক্ষিণ রাউজান বিজয় মেলা উদযাপন পরিষদের উদ্যোগে ৫ দিনব্যাপী বিজয় মেলা বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উদযাপন পরিষদের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান দিদারুল আলমের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মদ ও প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, ভূপেষ বড়ুয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, রোকন উদ্দিন ও তসলিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক চেয়রম্যান মনিরুল ইসলাম, মনজুর হোসেন, মুক্তিযোদ্ধা সুনীল কান্তি বিশ্বাস, আরিফুল আলম, নুরুন্নবী, দোস্ত মোহাম্মদ খান, মফজল হোসেন, দিদারুল আলম, দুলাল বড়–য়া, জসিম উদ্দিন চৌধুরী, আবদুল মালেক, জামাল উদ্দিন, আনোয়ার হোসেন, আজম রাশেদ প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম