Logo
Logo
×

আবহমান চট্টগ্রাম

শাহরাস্তিতে অনুমতি ছাড়া বিজয় র‌্যালি আ’লীগের ক্ষোভ

Icon

চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দলের নেতাদের কাছ থেকে অনুমতি না নিয়ে মহান বিজয় দিবসে আওয়ামী পরিবার ব্যানারে বিজয় র‌্যালি ও সমাবেশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ। বুধবার অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আওয়ামী পরিবারের নাম দিয়ে শাহরাস্তিতে যে কথিত বিজয় র‌্যালি ও সমাবেশ হয়েছে এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ জানি না। ওই অনুষ্ঠানের প্রথম সারিতে যারা ছিলেন তাদের মধ্যে ১৯৭১ সালের বদর বাহিনীর আঞ্চলিক কমান্ডার নাজমুল হুদা। সমাবেশের উদ্যোক্তা ছিলেন বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, মেজর রাশেদের আত্মীয় ইঞ্জিনিয়ার শফিকুর রহমান এবং এর মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত একেএম ফজলুল হকসহ কিছু ব্যক্তি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ওই অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের উন্নয়ন কর্মকাণ্ডের কোনো চিত্র তুলে ধরা হয়নি বরং এ সরকারের আমলে হাজীগঞ্জ-শাহরাস্তিতে কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি এমন সমালোচনায় মুখর ছিল। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদ উল্লাহ চৌধুরী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম