Logo
Logo
×

আবহমান চট্টগ্রাম

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ দু’জন নিহত

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালীর ঝনঝনি ব্রিজ পয়েন্ট ও চকরিয়া-মহেশখালী সড়কের কোরালখালী এলাকায় দুর্ঘটনা

দুটি ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে চকরিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ বেলাল উদ্দিন ও ফাঁসিয়াখালী ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া এলাকার নুরু মাঝির ছেলে মোহাম্মদ জাকারিয়া।

আহতরা হলেন- কক্সবাজার পৌরশহরের ফিশারিঘাট এলাকার নুরুল আলম, একই এলাকার আবুল অদুদের ছেলে মোহাম্মদ হোসেন ও শফিকুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী জাকারিয়া ঘটনাস্থলে মারা যায়। অন্যদিকে চকরিয়া-মহেশখালী সড়কের কোরালখালী এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ম্যাজিক গাড়ির (ছারপোকা) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বেলাল উদ্দিন গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে সে মারা যায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম