মিরসরাইয়ে সড়কের ইট চুরির অভিযোগ
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
উপজেলার জোরারগঞ্জ এলাকায় সরকারি অর্থায়নে নির্মিত সড়কের ইট চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক কিলোমিটার দৈর্ঘ্যরে সড়কের ইট চুরি করে নিয়ে যায় স্থানীয় নুর উদ্দিন নামে প্রভাবশালী। বৃহস্পতিবার জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সড়কের ইট চুরির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, ২০০০ সালের নাগাদ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গোবিন্দপুর গ্রামের এক কিলোমিটার সড়কে সলিংয়ের কাজ করে। এটি গ্রামের বাসিন্দাদের একমাত্র চলাচলের রাস্তা। বুধবার সকাল থেকে এলাকার কিছু সড়কের উত্তর প্রান্তের প্রায় আধা কিলোমিটার অংশ কেটে ইট তুলে নিয়ে যায়। এলাকাাসী এ সময় বাধা দিলে এ বিষয়ে শ্রমিকরা জানান, তাদের স্থানীয় নুর উদ্দিন ইট তুলতে পাঠিয়েছে। এ বিষয়ে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, রাস্তার ইট তুলে ফেলার বিষয়টি আমরা জেনে তাৎক্ষণিক ফোর্স পাঠিয়েছি। রাস্তার খুঁড়ার কাজ বন্ধ করে দেয়া হয়েছে। জড়িতদের মধ্যে একজনের নাম পেয়েছি। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।
