কোম্পানীগঞ্জে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিনকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সিরাজপুর ইউনিয়নের লোহারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তুহিন সিরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আনু ব্যাপারী বাড়ির মো. লোকমানের ছেলে। জানা যায়, সিরাজপুর ইউনিয়নের লোহারপুল পাকা রাস্তার উত্তরপার্শ্বে রাত আডাইটার সময় তুহিনকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তার শরীর তল্লাশি করে পুলিশ।
এ সময় তার জিন্সের প্যান্টের পকেট থেকে সাদা কাগজে মোড়ানো তিন পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফ উদ্দিন বাদী হয়ে সাইফুল ইসলাম তুহিন ও করালিয়া জিয়া নগর এলাকার মনির আহাম্মদের ছেলে মো. তাহেরকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা দিয়েছে। তাহেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। বৃহস্পতিবার বিকালে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তুহিনকে কারাগারে পাঠানো হয়েছে।
