Logo
Logo
×

আবহমান চট্টগ্রাম

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Icon

চাঁদপুর ও ফরিদগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেববাজার গ্রামে মো. রাকিব (২) নামের শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু রাকিব গাজী বাড়ির মো. শুক্কুর গাজীর একমাত্র ছেলে।

রাকিবের চাচাত ভাই মুরাদ গাজী জানান, দুপুরে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে রাকিব পুকুরে পড়ে যায়। তাকে খুঁজে না পেয়ে পরে পুকুরে ভাসমান অবস্থা দেখে। তাৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম