Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

কাবুলে শিয়া স্থাপনায় আত্মঘাতী হামলায় নিহত ৪১

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে বার্তা সংস্থা আফগান ভয়েসের দফতর ও পাশের একটি সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৃহস্পতিবার এ ঘটনায় আরও অন্তত ৮০ জন আহত হয়েছেন। হতাহতদের অনেকেই শিক্ষার্থী বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। কাবুলের পশ্চিমাংশে শিয়া অধ্যুষিত এলাকার তাবায়ান ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে একটি প্যানেল আলোচনার সকালের পর্ব চলার সময় হামলাটি হয়। আলোচনায় উপস্থিতদের মধ্যে অনেক শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র নাসরাত রহিমি জানান, তাবায়ান সাংস্কৃতিক কেন্দ্রকে টার্গেট করে জঙ্গিরা এ হামলা চালিয়েছে। আফগানিস্তানে সাবেক সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের ৩৮ বছর পূর্তি উপলক্ষে ওই কেন্দ্রে অনুষ্ঠান চলছিল।

আক্রান্ত বার্তা সংস্থাটির সাংবাদিক সৈয়দ আব্বাস হুসাইনি জানান, হামলা চলাকালে কম্পাউন্ডের প্রবেশ পথে প্রথম একটি বিস্ফোরণের পর একাধিক বিস্ফোরণ ঘটেছে বলে তার মনে হয়েছে। তাদের সংস্থার এক প্রতিবেদক নিহত ও অপর একজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি। রয়টার্স জানায়, প্রাথমিকভাবে সোশাল মিডিয়ায় আসা ছবি দেখে মনে হচ্ছে, ওই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহত অনেককে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এসব ছবিতে। আফগান ভয়েসের সঙ্গে শিয়াদের সম্পর্ক রয়েছে।

হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের আমাক বার্তা সংস্থা এক অনলাইন বিবৃতিতে বলেছে, একজন বোমারু বিস্ফোরক বেল্ট পরে আত্মঘাতী হামলাটি চালিয়েছে। এরপর একই এলাকায় আরও তিনটি বোমা বিস্ফোরণ হয়েছে। তবে বার্তা সংস্থাটি এ দাবির সপক্ষে কোনো প্রমাণ দেয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম