Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট

নারায়ণগঞ্জে পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জ শহরের ফুটপাতের হকাররা পুনর্বাসনের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। হকারদের দাবি, গত কয়েক দিন ধরে পুলিশ তাদের ফুটপাতে বসতে দেয় না। পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করায় চার হাজারের বেশি হকার তাদের পরিবারের প্রায় ১৫ হাজার সদস্য নিয়ে হতাশায় ও অনিশ্চয়তায় দিনযাপন করছেন।

নারায়ণগঞ্জ জেলা হকার্স সংগ্রাম পরিষদের নেতা আসাদুল্লা ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে দাবি করা হয়, হকারদের কারণে শহরে যানজট সৃষ্টি হয় না। অবৈধ স্ট্যান্ড, পার্কিংয়ের কারণে শহরে যানজট সৃষ্টি হয়। তারা বিভিন্ন সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে বিকাল ৫টা থেকে এবং ছুটির দিন ফুটপাতে বসেন। দরিদ্র ক্রেতা সাধারণ ফুটপাত থেকে কম দামে পণ্য ক্রয় করে সুবিধা পায়। এ অবস্থায় কোনো প্রকার উচ্ছেদ না করে পুনর্বাসনের আবেদন করেন হকাররা।

এদিকে শহরের হকারদের কেন্দ্র করে একটি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে। যারা পুলিশ ও স্থানীয় সন্ত্রাসীদের নামে সকাল-সন্ধ্যা চাঁদাবাজি করে। একই সঙ্গে অবৈধ স্ট্যান্ড বসিয়ে শহরে যানজটের সৃস্টি করে থাকে। শহরবাসীর দাবি হকারদের পুনর্বাসন করলে ওই চাঁদাবাজদের বিরুদ্ধে আগে আইনগত ব্যবস্থা নিতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম