Logo
Logo
×

উত্তরের জনপদ

শেরপুরে প্রেমিকের বাড়িতে অনশনরত গৃহবধূ নিখোঁজ

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বগুড়ার শেরপুরে কালসিমাটি গ্রামে পরকীয়ার ঘটনা ফাঁস হওয়ায় বিয়ের দাবিতে এক গৃহবধূর তিনদিন অনশন করার পর হঠাৎ করেই প্রেমিকের বাড়ি থেকে খুঁজে না পাওয়ার ঘটনায় গত বুধবার রাতে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগে জানা যায়, শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের শিবপুর গ্রামের ওই মেয়ের ৭ বছর আগে উপজেলার কালসিমাটি পূর্বপাড়া গ্রামের ছলিম উদ্দিনের ছেলে তাইজুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। স্বামী তাইজুল দীর্ঘদিন অসুস্থ থাকায় তারই মামাতো ভাই রফিকুল ইসলামের ছেলে কলেজ ছাত্র রাশেদুল ইসলাম ওষুধ নিয়ে যাতায়াত করতো। সেই সুবাধে ভাইয়ের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে এবং দৈহিক মেলামেশাও শুরু করে। এরই একপর্যায়ে গত ২৩ ডিসেম্বর রাতে রাশেদুল ওই পরকীয়া প্রেমিকা গৃহবধূকে তার বাড়িতে নিয়ে দৈহিক মেলামেশার সময় ওই গৃহবধূর শাশুড়ি হাতেনাতে আটক করেন। এ বিষয়টি রাশেদুল ইসলামের বাবা রফিকুল ইসলাম, হান্নানসহ গ্রামের কিছু লোক ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। এতে ওই গৃহবধূ তার ইজ্জত হননের জন্য বিয়ের দাবিতে রাশেদুলের বাড়িতে ৩ দিন অনশন চালায়। কিন্তু অনশনের শেষ দিনেই হঠাৎ করেই রাশেদুল ইসলামের বাড়ি থেকে ওই গৃহবধূ নিখোঁজ হয়। তাহলে এখন প্রশ্ন, অনশনরত গৃহবধূ গেল কোথায়? তবে কি ওই গৃহবধূকে কৌশলে অপহরণ করা হয়েছে। এ প্রসঙ্গে শেরপুর থানার এসআই আতোয়ার রহমান বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম