ফোর্বস ম্যাগাজিনের সেরা লাতিন সেলিব্রিটি মেসি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডা. মির্জা আকমল হোসেন ওপেন ফিদে রেটিং মহিলা দাবা প্রতিযোগিতায় মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি সাত খেলায় ছয় পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা রানার-আপ এবং নোশিন আঞ্জুম তৃতীয় হন। পাঁচ পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ চতুর্থ, আফরিন জাহান মুনিয়া পঞ্চম ও ইশরাত জাহান দিবা ষষ্ঠ হন। সাড়ে চার পয়েন্ট নিয়ে সামিহা চৌধুরী সপ্তম এবং চার পয়েন্ট নিয়ে জান্নাতুল ফেরদৌস অষ্টম হন। বিশেষ পুরস্কার পান ঊর্ধ্ব-৪০ জাহানারা হক রুনু, অনূর্ধ্ব-১৮ ওয়ালিজা আহমেদ, অনূর্ধ্ব-১৪ নুসরাত জাহান মনি রুনু এবং অনূর্ধ্ব-১০ ওয়াদিফা আহমেদ।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহিদউল্যা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশ মহিলা দাবা সমিতির সভানেত্রী আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ ও মহিলা দাবা সমিতির সাধারণ সম্পাদিকা জাহানারা হক রুনু। সপ্তম ও শেষ রাউন্ডের খেলায় জাকিয়া সামিহাকে, ইভা রুনুকে, নোশিন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, মুনিয়া জান্নাতুল ফেরদৌসকে, দিবা ওয়ালিজা আহমেদকে, আলো মুশফিকা জান্নাত সাওরীকে হারান। মনি ঠাকুর জানিয়া হকের সঙ্গে ড্র করেন। সাত দিনব্যাপী সাত রাউন্ড সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ৩৪ জন মহিলা ও বালিকা খেলোয়াড় অংশ নেন।
