Logo
Logo
×

রাজধানীর খবর

পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দিতে চান সম্ভাব্য প্রার্থীরা

Icon

খোরশেদ আলম শিকদার

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

একটি সুন্দর সুশৃঙ্খল রাজনৈতিক প্রতিহিংসামুক্ত মডেল ওয়ার্ড উপহার দিতে অঙ্গীকার করছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবসৃষ্ট ৬১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। তাদের কথা ক্ষণিকের এ পৃথিবীতে ভালো কিছু কাজ করে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যাতে বাসিন্দারা আমাদের আজীবন স্মরণ রাখে। ভবিষ্যৎ প্রজন্মও আমাদের অনুসরণ করে চলে।

৬১ নম্বর ওয়ার্ডের কিছু অংশ যাত্রাবাড়ী এবং কদমতলী থানায় পড়েছে। সাবেক দনিয়া ইউপির ১নং ওয়ার্ডের নুরবাগ, পুরাতন দনিয়া-১, পুরাতন দনিয়া-২, দক্ষিণ দনিয়া-১, দক্ষিণ দনিয়া-২, সরাই। ৩নং ওয়ার্ডের দক্ষিণ কুতুবখালী, কবিরাজবাগ, রসুলপুর (৩নং ওয়ার্ড অংশ), ৪নং ওয়ার্ড অংশ রসুলপুর, ৪নং ওয়ার্ড অংশ দাসপাড়া, নয়াপাড়া, উত্তর দনিয়া। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪০ হাজার ৩৮১ ।

ওয়ার্ডের বাসিন্দাদের প্রধান সমস্যা জলাবদ্ধতার কারণে সড়কে জমে থাকে পয়োনিষ্কাশনের দুর্গন্ধময় পানি। শনিরআখড়া-দোলাইয়েরপাড় সড়কে থাকে তীব্র যানজট। অপ্রতুল সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা। ওয়াসার পানিতে রয়েছে দুর্গন্ধ, তীব্র গ্যাস সংকট, দনিয়া-শনিরআখড়া সড়ক দখল করে রয়েছে ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক ও সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। মাদকের ছোবল, শনিরআখড়া-দোলাইয়েরপাড় এবং বর্ণমালা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে কুদারবাজার পর্যন্ত সড়কের দু’পাশে রয়েছে অবৈধ স্থাপনা। রেস্তোরাঁর নামে উঠতি বয়সের তরুণ-তরুণী এবং শিক্ষার্থীদের অনৈতিক কাজের আড্ডাবাজির আস্তানা।

৬১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা হলেন- দনিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান ও কদমতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. জুম্মন মিয়া, দনিয়া ইউপির ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং একে হাইস্কুল অ্যান্ড কলেজ ও আদর্শ উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. শাহ আলম। দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদুল করিম জয়, ৬১ নম্বর ওয়ার্ডের জঙ্গি ও সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য সচিব মো. জাকির হোসেন অনু, দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও রসুলপুর আদর্শ উচ্চবিদ্যালয়ের চেয়ারম্যান মো. ইসরাফিল সর্দার, বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সদস্য মো. জামাল উদ্দিন পাটোয়ারী, দনিয়া ইউপি যুবলীগের আহ্বায়ক মো. নাসির উদ্দিন, দনিয়া দক্ষিণ যুবলীগের আহ্বায়ক শেখ মো. রুবেল, দনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুর রহমান রনি ও মো. পারভেজ চৌধূরী।

দনিয়া ইউপির চেয়ারম্যান মো. জুম্মন মিয়া যুগান্তরকে বলেন, আমি বৃহত্তর শ্যামপুর ইউপির দনিয়া ১নং ওয়ার্ডের ২৩ বছর মেম্বার ছিলাম। দনিয়া ইউপির প্রায় ৭ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এলাকায় উন্নয়ন করেছি বিধায় বাসিন্দারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে। কাউন্সিলর নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব।

শিক্ষানুরাগী মরহুম জহির আলমের ছেলে দনিয়া ইউপির ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. শাহ আলম যুগান্তরকে বলেন, আমার বাবা মরহুম জহির আলম বৃহত্তর শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি দনিয়া একে হাইস্কুল অ্যান্ড কলেজ এবং দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি তার জীবনভর মানুষের সেবা করেই চিরবিদায় নিয়েছেন। আমিও বাবাকে অনুসরণ করে মানুষের সেবা দিয়ে আসছি। বর্তমানে একে স্কুল অ্যান্ড কলেজ গভর্নির বডির সদস্য ও দনিয়া ইউপির মেম্বার নির্বাচিত হয়ে মানুষকে সেবা দিচ্ছি। ৬১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে একটি পরিচ্ছন্ন রাজনৈতিক প্রতিহিংসামুক্ত আদর্শ ওয়ার্ড উপহার দেব।

৬১ নম্বর ওয়ার্ডের জঙ্গি ও সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য সচিব মো. জাকির হোসেন অনু যুগান্তরকে বলেন, আমার বাবা মরহুম বাহাদুর মেম্বার দনিয়া ইউপির একটানা ৩৫ বছর মেম্বার ছিলেন। তিনি মানুষের সেবা করেই এ দুনিয়া থেকে চলে গেছেন। কাউন্সিলর নির্বাচিত হলে বাবার মতো আমিও একটি পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দেব। ওয়ার্ডের সন্ত্রাস, চাঁদাবাজি, যৌন হয়রানি, প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন, মসজিদ, মাদ্রাসা উন্নয়ন এবং অসহায় দুস্থ মানুষের সেবা করব

দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. ইসরাফিল সর্দার যুগান্তরকে বলেন, কাউন্সিলর নির্বাচিত হলে মাদক থেকে যুব সমাজকে বাঁচাতে কাজ করব।

দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমেদুল করিম জয় যুগান্তরকে বলেন, উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বাসিন্দাদের পাশে থেকে সেবা করব। বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সদস্য মো. জামাল উদ্দিন পাটোয়ারী যুগান্তরকে বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শকে ধারণ করে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম