ফার্মগেটে উচ্ছেদ অভিযান
১১ প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ফার্মগেট এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার ডিএন- সিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আজিয়র রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলকারী ২০০টি অবৈধ স্থাপনা এবং সহস াধিক ব্যানার, ফেস্টুন, সাইন বোর্ড ও বিল বোর্ড উচ্ছেদ করা হয়। অভিযানকালে ১১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। এতে মোট এক লাখ ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ডিএনসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
