শাহবাগে বিএনপির অর্ধশত নেতাকর্মী আটক
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শাহবাগ থানার বিভিন্ন এলাকা থেকে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে সন্দেহভাজন উপস্থিতির কারণে তাদের আটক করা হয়।
শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস যুগান্তরকে বলেন, বিভিন্ন স্পট থেকে সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিএমপির রমনা বিভাগ পুলিশের উপকমিশনার (ডিসি) শেখ মারুফ হোসেন সরদার জানান, খালেদা জিয়ার মুভমেন্টকে কেন্দ্র করে সন্দেহজনকভাবে অনেককেই আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। ছাত্রদলের সভাপতি রাজীব আহসান জানান, খালেদা জিয়ার আদালতে হাজিরা দিতে এলে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত হয়। পুলিশ কোনো কারণ ছাড়াই ছাত্রদলের
অন্তত ১৫ নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।
