Logo
Logo
×

সারাদেশ

এবার কিশোরের বাল্য বিয়ে বন্ধ করল প্রশাসন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

Icon

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০২:২৮ পিএম

এবার কিশোরের বাল্য বিয়ে বন্ধ করল প্রশাসন

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একাধিক কিশোরীর বাল্য বিয়ে বন্ধের ঘটনা ঘটলেও এবার বাল্যবিয়ে বন্ধ হলো এক কিশোরের।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, যোগীপাড়া গ্রামের ছিয়াদ আলীর ছেলে কিশোর সোহেল রানার সঙ্গে পাশ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে মৌসুমী খাতুনের বিয়ে ঠিক হয়। শুক্রবার এ বিয়ে হওয়ার কথা ছিল।

এ উপলক্ষে বৃহস্পতিবার বরের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের গোপন খবর পায় উপজেলা প্রশাসন। পরে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানার নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বরের বাড়িতে হাজির হন।

মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন জানান, তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কে বর ও বরের পরিবারকে অবহিত করেন। সেসময় ২১ বছর পুর্ণ না হওয়ায় সেখানে বরের পক্ষে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বাল্য বিয়ে না দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন এবং গায়ে হলুদ অনুষ্ঠান ও বিয়ে বন্ধ করেন।

নাটোর বাগাতিপাড়া বাল্যবিয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম