ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০২:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক নেতাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে সিরাজপুর ইউনিয়নের লোহারপুল নামক এলাকা থেকে ইয়াবা ট্যাবেলটসহ গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।
আটক সাইফুল ইসলাম তুহিন সিরাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আনু ব্যাপারি বাড়ির মো. লোকমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশ জানায়, সিরাজপুর ইউনিয়নের লোহারপুল এলাকায় রাত আড়াইটার সময় তুহিনকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে তার শরীর তল্লাশি করে তিন পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই সাইফ উদ্দিন জানান, তুহিনসহ দু'জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতার করা যায়নি। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তুহিনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
