বডিবিল্ডিংয়ে ১২০ প্রতিযোগী
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের উদ্যোগে তিনদিনের ফিটনেস ক্যাসিক বডিবিল্ডিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের অডিটরিয়ামে শেষ হয়েছে। প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৪০টি ক্লাব ও সংস্থার ১২০ জন প্রতিযোগী অংশ নেন। এ টি হক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আদম তামিজি হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক মি. বাংলাদেশ মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
