সিলেটে চুরি হওয়া মোটরসাইকেলসহ এসআই আটক
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেলসহ ধরা পড়েছেন পুলিশের এসআই সমীরণ সিংহ। তিনি সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার দক্ষিণের অফিসে কর্মরত। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বৃহস্পতিবার রাত ৮টায় যুগান্তরকে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা থেকে মোটরসাইকেলসহ সমীরণকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ২০ ডিসেম্বর সিলেট নগরীর মানিকপীর রোডের একটি রেস্টুরেন্টের সামনে থেকে বেসরকারি টেলিভিশন এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমদের মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক মারুফ। পরে নতুন আরেকটি মোটরসাইকেল কেনেন তিনি। ওই মোটরসাইকেলে লক লাগানোসহ কিছু কাজ করাতে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর তালতলা পয়েন্টে একটি ওয়ার্কশপে যান মারুফ। এর কিছুক্ষণ পর মারুফের চুরি হওয়া মোটরসাইকেল চালিয়ে এসআই সমীরণ ওই ওয়ার্কশপে আসেন। নিজের গাড়ি চিনতে পেরে কৌশলে বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই শফিকুল ইসলাম খানকে জানান। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঘটনাস্থলে এসে মোটরসাইকেলসহ এসআই সমীরণকে থানায় নিয়ে যান শফিকুল ইসলাম খান।
