স্কুলে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়
শাস্তি হবে প্রতিষ্ঠান প্রধানের, হিসাব তলব
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পরিচালনা কমিটিকে ঢাল বানিয়ে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। তথাকথিত অনুমোদনের নামে খাতবহির্ভূত ব্যয় দেখিয়ে সরকার নির্ধারিত হারের বেশি অর্থ নিলে সংশ্লিষ্ট স্কুলের আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ হুশিয়ারি দেয়া হয়েছে। এতে ভর্তি প্রক্রিয়ার আয়-ব্যয়ের হিসাব ৩১ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে প্রত্যেক স্কুল ও মাদ্রাসাকে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (নিরীক্ষা ও আইন) আহমদ শামীম আল রাজী স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়, সরকার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আবেদন ফরম ও ভর্তি ফি আদায়ে নীতিমালা তৈরি করেছে। ইতিপূর্বে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য এ সংক্রান্ত নির্দেশনা সম্বলিত পৃথক দু’টি নীতিমালা জারি করেছে। তাতে ভর্তি ফরমের ফি এবং ভর্তি ফি’র হার উল্লেখ করা আছে। এর বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।
