Logo
Logo
×

সাহিত্য সাময়িকী

সভ্যতা

Icon

রাব্বী আহমেদ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আমাদের কাশবনগুলো খেয়ে ফেলছে

হাউজিং এস্টেট, আর ফুটবল মাঠের ওপর

গড়ে উঠছে শপিং কমপ্লেক্স।

অনাগত প্রজন্ম সতের তলার ওপরে

বসে খেলবে ফিফা সিক্সটিন,

আর শরত এলো বলে

কাশফুলের ছবি ফেসবুকের কাভার ফটোতে

আপলোড করবে তরুণী।

 

এখানে নদীর পাড়ে কাশবন ছিল

আধুনিক রূপকথা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম