কালকিনিতে চাঁদা না দেয়ায় বাড়িতে হামলা : আহত ৬
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালকিনিতে চাঁদা না পেয়ে সিরাজুল করিম তালুকদার নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়ে লুটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বৃহস্পতিবার কোর্টে চাঁদাবাজি মামলা করেছেন। তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের প্রধান ক্যামেরাম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের সিরাজুল করিম তালুকদার তার নিজ বাড়িতে বসতঘর নির্মাণ কাজ শুরু করেন। এতে করে পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার ছালেক বেপারী, রাশেল তালুকদার ও মাইনউদ্দিন নলীসহ ৬/৭ জন মিলে সিরাজুল করিমের কাছে দুই লক্ষাধিক টাকা চাঁদা দাবি করেন। এ দাবিকৃত টাকা তারা না পেয়ে রোববার সকালে সিরাজুল করিমের বসতবাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করে। এ সময় তাদের বাধা দিলে জিয়াউল করিম, মেহেদী করিম ও ডলি তালুকদারসহ ৬ জনকে পিটিয়ে আহত করা হয়। তবে অভিযুক্ত মামলার আসামি মাইনউদ্দিন নলী বলেন, এ ঘটনা মিথ্যা। তার ছেলেদের মাদক সেবনে বাধা দেয়ায় আমাদের বিরুদ্ধে মামলা করেছে সিরাজুল করিম।
