টাঙ্গাইলে আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ফারুক স্মৃতি সংসদ।
বৃহস্পতিবার সকালে পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এ মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় দাইন্যা ইউপি চেয়ারম্যান মো. লাবলু মিয়া, ইউপি সদস্য বাবুল মণ্ডল, রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও কোরবান আলীসহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইল পৌর এলাকার বটতলা বাজারে দুর্বৃত্তের হামলায় নিহত হন দাইন্যা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক।
