Logo
Logo
×

বাংলার মুখ

টাঙ্গাইলে আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে ফারুক হত্যা মামলার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ফারুক স্মৃতি সংসদ।

বৃহস্পতিবার সকালে পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এ মামলার অভিযুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় দাইন্যা ইউপি চেয়ারম্যান মো. লাবলু মিয়া, ইউপি সদস্য বাবুল মণ্ডল, রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও কোরবান আলীসহ পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইল পৌর এলাকার বটতলা বাজারে দুর্বৃত্তের হামলায় নিহত হন দাইন্যা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম