Logo
Logo
×

বাংলার মুখ

রহস্যঘেরা বানিয়াচংয়ের কমলারানীর দীঘি

মনপুরায় ছেলেসহ আ’লীগ সম্পাদককে পিটিয়ে আহত

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভোলার মনপুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড আ’লীগের সম্পাদক ও তার ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ গ্রুপ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ডাকবাংলা রোডে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত নাজু মাতাব্বর হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক। অপর আহত হলেন আ’লীগের সম্পাদকের বড় ছেলে মো. জসিম।

আহতরা জানান- দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মাপু মাতাব্বর, বাবুল, বাচ্চু, জাবেদ, জামশেদ, আবুল হোসেন, আল আমীনদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সালিশে সমাধান বিরোধের হওয়ার কথা। কিন্তু তারা ৭ জন একসঙ্গে হয়ে আমাদের ওপর হামলা চালায়।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি শাহীন খান জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম