রহস্যঘেরা বানিয়াচংয়ের কমলারানীর দীঘি
মনপুরায় ছেলেসহ আ’লীগ সম্পাদককে পিটিয়ে আহত
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোলার মনপুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড আ’লীগের সম্পাদক ও তার ছেলেকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ গ্রুপ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ডাকবাংলা রোডে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত নাজু মাতাব্বর হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ড আ’লীগের সম্পাদক। অপর আহত হলেন আ’লীগের সম্পাদকের বড় ছেলে মো. জসিম।
আহতরা জানান- দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মাপু মাতাব্বর, বাবুল, বাচ্চু, জাবেদ, জামশেদ, আবুল হোসেন, আল আমীনদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সালিশে সমাধান বিরোধের হওয়ার কথা। কিন্তু তারা ৭ জন একসঙ্গে হয়ে আমাদের ওপর হামলা চালায়।
এ ব্যাপারে মনপুরা থানার ওসি শাহীন খান জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
