কোম্পানীগঞ্জে জনবল সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। সরকারি এ হাসপাতালটিতে জনবল সংকটের কারণে প্রতিনিয়ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সেলিম বলেন, দীর্ঘদিন পর্যন্ত সরকারি এ হাসপাতালে জনবল সংকট। রোগ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রাংশ বেশিরভাগই বিকল। এ হাসপাতালে অনুমোদিত ২৯টি পদের বিপরীতে মাত্র ৯ জন চিকিৎসক কর্মরত আছে। ২০টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে দীর্ঘদিন পর্যন্ত। শুধু শিশু বিভাগের কনসাল্টেন্ট (বিশেষজ্ঞ) ব্যতীত অন্য কোনো বিভাগে কনসাল্টেন্ট নেই। ৩০ জন স্বাস্থ্য সহকারীর (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) স্থলে মাত্র ১১ জন কর্মরত আছে। ১৯টি স্বাস্থ্য সহকারীর পদ খালি রয়েছে। প্রশাসনিক কর্মচারী ৮ জনের স্থলে ২ জন কর্মরত আছে। ৪র্থ শ্রেণীর কোনো কর্মচারী নেই। ক্লিনার পদে আছে মাত্র ১ জন। হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদ ১৪১টির মধ্যে ৫৭টি পদই শূন্য রয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালটির বহিঃবিভাগে প্রতিদিন গড়ে তিনশ’ ও আন্তঃবিভাগে গড়ে প্রতিদিন একশ’র বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। ভর্তি রোগীর সংখ্যার তুলনায় বেড সংকটে রয়েছে। এছাড়া পুরনো ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা চলছে। অতিরিক্ত ভর্তি রোগীর চিকিৎসা কার্যক্রম হাসপাতালের বারান্দায়।
