Logo
Logo
×

আবহমান চট্টগ্রাম

সংক্ষিপ্ত সংবাদ

Icon

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ডিজিটাল শিক্ষাপদ্ধতি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারিভাবে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত যোগাযোগের মাধ্যম হিসেবে ই-মেইল ও ডিজিটাল মাল্টিমিডিয়া ক্লাস রুম ব্যবহারের জন্য এ ল্যাপটপ বিতরণ করা হয়। বৃহস্পতিবার রামগঞ্জ উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে ইউএনও মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য লায়ন এমএ আউয়াল এমপি। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিক মাহমুদ পিন্টু, উপজেলা চেয়ারম্যান আকম রুহুল আমিন, পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, সাবেক মেয়র বেলাল আহম্মদ, দেলায়ার হোসেন দেওয়ান বাচ্চু, সুরাইয়া আক্তার প্রমুখ।

চট্টগ্রামে ইয়াবাসহ ৩ নারী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ৩শ’ গ্রাম হেরোইন ও ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাদক আখড়া হিসেবে পরিচিত নগরীর সদরঘাট থানার বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শিরীনা, রাশেদা ও মনোয়ারা। তারা ওই কলোনিতে ভাড়া থাকতেন।

চন্দনাইশে দলিল লেখক সমিতির নির্বাচন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশে গাছবাড়ীয়া সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক স্ট্যাম্প ভেণ্ডার ও সহদলিল লেখক সমিতির নির্বাচন বৃহস্পতিবার উপজেলার সাবরেজিস্ট্রার অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সাবরেজিস্ট্রার সুমন ঘোষের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচিতরা হলেন- সভাপতি মুহাম্মদ ইদ্রিস চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দিন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সভাপতি আবদুল মালেক, সহ-সধারণ সম্পাদক ফরিদুল আলম (বাবুল), কোষাধ্যক্ষ মুজিবুর রহমান, সহকারী কোষাধ্যক্ষ মিজানুর রহমান রুবেল, কার্যকরী সদস্য মুহাম্মদ আবুল কালাম ও মুহাম্মদ নাছির উদ্দিন প্রমুখ।

নোয়াখালীতে অগ্নিকাণ্ড

যুগান্তর রিপোর্ট, নোয়াখালী

নোয়াখালী জেলা শহর মাইজদীতে অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। জেলা জামে মসজিদ চত্বর পশ্চিমসংলগ্ন সড়কের দক্ষিণ পাশে বুধবার রাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে অভিজাত টাইলস স্যানিটারি, মসজিদ, মোহামেডান ক্লাব, একটি মুদি, গোডাউন, কনফেকশনরারি, বই লাইব্রেরি, অটোগাড়ি পার্টসসহ ৮টি দোকানের মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের লোকজন এসে ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

চাটখিল পৌরসভার কার্যালয় উদ্বোধন

চাটখিল প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল পৌরসভার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে নতুন কার্যালয়ে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার, প্যানেল মেয়র এবিএম জসিম উদ্দিন বাবলু, আহসান হাবিব সমীর, পৌর আওয়ামী লীগ সেক্রেটারি জসিম উদ্দিন তপাদার, সাংবাদিক মো. আবু তৈয়ব, মামুন হোসেন, কামরুল ইসলাম কানন, পৌর কাউন্সিলর আবুল খায়ের, গোলাম ছরোয়ার বাদশা, নজির আহমেদ, জামাল উদ্দিন, গোলাম কুদ্দুস, মমিনুল ইসলাম দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। পৌর শপিং কমপ্লেক্স ভবনের ৪র্থ তলায় ৮৫ লাখ টাকা ব্যয়ে মেয়র কার্যালয় নির্মাণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম