Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গুলশানে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ তদন্তে পুলিশ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর গুলশান থেকে নাইমুল ইসলাম সৈকত নামে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে করা জিডির সূত্র ধরে তদন্ত করছে পুলিশ। বুধবার তার সন্ধান না পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগীর পরিবার। জিডি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করছে পুলিশ।

পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (এসি) কামরুজ্জামান সরদার যুগান্তরকে জানান, ব্যাংক কর্মকর্তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে। জানতে পেরেছি ব্যাংকে চাকরি করার পাশাপাশি বিভিন্নজনের কাছ থেকে টাকা নিয়ে তিনি ব্যবসা করতেন। অনেকে তার কাছে টাকা পান। এ বিষয়টিতে গুরুত্ব দেয়া হচ্ছে। যেদিন তিনি নিখোঁজ হয়েছিলেন ওই দিনও একজনের কাছ থেকে টাকা নিয়ে অন্য ব্যক্তিকে দেয়ার কথা ছিল। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি। এখনও পর্যন্ত ক্লু উদ্ঘাটন সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি আবদুর রশিদ যুগান্তরকে বলেন, মোবাইল ট্রাকিংয়ে তাকে সর্বশেষ পাওয়া গেছে নিকেতন এলাকায়।

পরিবারের পক্ষ থেকে করা জিডিতে উল্লেখ করা হয়, শ্যামলী থেকে এক বন্ধুর সঙ্গে শিল্পাঞ্চল এলাকায় এসেছিলেন সৈকত। সেখানে কাজ শেষ করে গুলশান তেজগাঁও লিংক রোডে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে যাওয়ার কথা বলে তিনি বন্ধুর কাছ থেকে বিদায় নেন। কিন্তু সেখানে তিনি যাননি। বিকাল ৪টার পর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। সৈকতের গ্রামের বাড়ি বরিশালে। ঢাকায় মিরপুর-২ নম্বর এলাকায় পরিবার নিয়ে থাকেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম