Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

২২ বছর পর...

জাকিয়া সুলতানা চ্যাম্পিয়ন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাইশ বছর আগের ঘটনা, যা ঝড় তুলেছিল ক্রিকেটবিশ্বে। এমসিজিতে বক্সিং ডে টেস্ট। শ্রীলংকার তরুণ অফ-স্পিনার মুত্তিয়াহ মুরালিধরনের সাতটা ‘নো বল’ দেন আম্পায়ার ড্যারেল হেয়ার! মুরালিধরনের বোলিং ভঙ্গি নিয়ে প্রশ্ন ওঠে। গোটা ক্রিকেটবিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল ড্যারেল হেয়ারের সিদ্ধান্তে। এতদিন পর হঠাৎ সেই বিতর্কিত ঘটনার উল্লেখ করা হল কেন? কারণ স্টিভ ওয়াহ মনে করিয়ে দিলেন সেই ঘটনা। ধুলোর চাদর সরিয়ে তুলে আনলেন সেই বিতর্কিত বিষয়। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের মতে, ওই ঘটনায় আসলে মুরালিধরনই ক্রুুশবিদ্ধ হয়েছিলেন! সে কী! তার মানে কি ড্যারেল হেয়ারের সিদ্ধান্তের সঙ্গে একমত নন? স্টিভ ওয়াহ যুক্তি দেখিয়েছেন, ‘গোটা ঘটনাটা যেভাবে এগিয়েছিল, তা ঠিক হয়নি। আমরা জানতাম, ড্যারেল হেয়ার এরকমই সিদ্ধান্ত নেবেন।’ ওয়েবসাইট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম