শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এনজিও কর্মী নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৭, ০২:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক এনজিও কর্মী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
নিহত মোবারক হোসেন (৩৮) কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা সদরের আবুল হাসেমের ছেলে ও শ্রীপুরের বরমীর দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) মাঠকর্মী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের উপজেলার গোলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই এস এম রাকিবুল আলম জানান, ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের গোলাঘাট এলাকায় সাইকেলে চড়ে রেল সড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মোবারক হোসেন নিহত হন।
তিনি আরও জানান, অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
