Logo
Logo
×

রাজধানী

ঢামেক হাসপাতাল

জরায়ু ক্যানসার প্রতিরোধে স্বল্পমূল্যে ভ্যাকসিন প্রদান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

জরায়ু ক্যানসার প্রতিরোধে স্বল্পমূল্যে ভ্যাকসিন প্রদান

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগে ‘গাইনি ক্যানসার সোসাইট’-এর আয়োজনে স্বল্পমূল্যে মা ও মেয়েদের জরায়ুমুখ ক্যানসারের (Cervical Cancer) ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মাসব্যাপী চলবে এ কর্মসূচি। 

সোমবার হাসপাতালের গাইনি অনকোলজি ইউনিটের আয়োজনে জরায়ু ক্যানসার সচেতনতা মাস ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা শেষে এ ভ্যাকসিন দেওয়া হয়।  

এদিন সকাল ৯টায় র‌্যালি শেষে বক্তব্য দেন, ঢাকা মেডেকিলে কলজে হাসপাতালের পরচিালক ব্রগিডেয়িার জেনারেল মো. আসাদুজ্জামান, প্রফসের ডা. রাশদিা খানম (বভিাগীয় প্রধান, অবস অ্যান্ড গাইনী), প্রফসের ডা. এস.এম. সাহদিা (গাইনী অনকলজী ইউনটি প্রধান), প্রফসের ডা. সাবরো খাতুন (প্রসেডিন্টে, গাইনী ক্যানসার সোসাইটি), প্রফসের ডা. আশরাফুনছো (প্রসেডিন্টে, জরায়ুমুখ ক্যানসার নির্ণয় সোসাইটি) ও উপ-পরচিালক ডা. মো. আশরাফুল আলম। 

সারাদেশে স্ক্রিনিং টেস্ট ও টিকাদান কর্মসূচি সফলভাবে পরিচালনার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে জরায়ুমুখ ক্যানসার নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মির্জা মো আসাদুজ্জামান এবং ডা. শারমীন আক্তার।  

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একুশ শতকের মধ্যেই জরায়ু ক্যানসারের ঝুঁকি দূর করতে চায়। এ লক্ষ্যে তারা ২০৩০ এর মধ্যে জরায়ুর ক্যানসার প্রতিরোধে ৯০ ভাগ ভ্যাকসিনেশন, ৭০ ভাগ স্ক্রিনিং এবং ৯০ ভাগ চিকিৎসার আওতায় আনতে সবাইকে উৎসাহ দিয়ে যাচ্ছে।

জরায়ু ক্যানসার ভ্যাকসিন ঢামেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম