পিল খেয়ে পিরিয়ড বন্ধ রেখে রোজা রাখা উচিত? স্বাস্থ্যঝুঁকি কতটুকু
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রমজান হচ্ছে ইবাদতের মাস। পবিত্র এই মাসটিতে নারী-পুরুষ সবাই চায় বেশি বেশি ইবাদত করে মহান প্রভুর সান্নিধ্য লাভ করতে। এই মাসে ইবাদতে সওয়াবও বহুগুণ।তাই সবাই নিজ নিজ জায়গা থেকে রোজা রেখে নামাজ আদায় করে এবং দান সাদকা করে সওয়াব অর্জন করতে চায়।
পবিত্র মাহে রমজানে সব ধরনের গুনাহ, অপরাধ থেকে মানুষ দূরে থাকতে চেষ্টা করে। রমজান আত্মশুদ্ধি, ধৈর্য, ত্যাগ, সংযম ও অপরের প্রতি সহমর্মিতা প্রকাশের মাস।
ইবাদতের আকাঙক্ষা থাকলেও নারীরা প্রাকৃতিক কারণে পুরো মাস রোজা রাখতে পারে না। নারীদের পিরিয়ড হওয়া একটি স্বাভাবিক বিষয়। মাসিকের সময় রোজা ও নামাজ শিথিল করা আছে।
রোজা ও নামাজ পিরিয়ডের সময় মাফ করা হয়েছে, তবে এই রোজা সুস্থ হলে পরে আদায় করে নিতে হবে।রমজান ছাড়া অন্য সময় রোজা রাখা অনেক নারীর পক্ষে সম্ভব হয়ে উঠে না। এ কারণে অনেকে চায় পিল খেলে মাসিক বন্ধ রেখে রমজানের সবগুলো রোজা পূর্ণ করতে।
কিন্তু মনে রাখতে হবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখলে শারীরিকভাবে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কিছু কিছু সমস্যার কারণে এ কারণে রোজা রাখার জন্য পিল খেয়ে পিরিয়ড বন্ধ রাখার কোন যুক্তি নেই। তাই এভাবে ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখা উচিতও নয়। ইসলামী শরিয়ত পিরিয়ডের কারণে রোজা না রাখার অনুমতি দিয়েছে; তাই সে সময় পিরিয়ড স্বাভাবিক রেখে রোজা থেকে বিরত থাকা উচিত।
পিলে কিছু পরিমাণে হরমোন থাকে। হরমোনের কারণে মাসিক বা পিরিয়ড বন্ধ থাকে। নিজের ইচ্ছেমতো পিল খেলে কিন্তু শরীরের বেশ ক্ষতি করে। যাদের প্রয়োজন নেই তারা অবশ্যই এভাবে রোজা রাখার জন্য পিল খাবেন না। তাতে স্বাস্থ্যের জন্য ঝুঁকি বেড়ে যাবে।
ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে রোজা রাখলে রোজা আদায় হবে। তবে প্রাকৃতিক নিয়মের ব্যত্যয় ঘটালে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। তাই আল্লাহ তায়ালার স্বাভাবিক নিয়ম অনুযায়ী চলা এবং ওষুধ গ্রহণ না করাই উত্তম।
লেখক: আয়েশা আক্তার
উপ-পরিচালক
২৫০ শয্যার টিবি হাসপাতাল।

