Logo
Logo
×

বিচ্ছু

ঘটনা সত্য

চাঁদাবাজের কবলে মার্ক টোয়েন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৪:১৩ পিএম

চাঁদাবাজের কবলে মার্ক টোয়েন

প্রতীকী ছবি

মার্ক টোয়েন রসিক মানুষ। তাকে ঘায়েল করা সহজ ছিল না কখনো। একবার তার কাছে কিছু লোক এলো চাঁদা চাইতে। গোরস্থানের দেওয়াল ভেঙে গেছে, সে দেওয়াল সারাতে হবে। তার জন্য টাকার দরকার। মার্ক টোয়েন ওদের কথা শুনে খানিকটা উদাস হলেন। তারপর বললেন, ‘দুঃখিত, আমি আপনাদের অনুরোধ রক্ষা করতে পারব না। এই চাঁদা দেওয়ার কোনো মানে হয় না। আপনারা আসতে পারেন’।

‘কেন’? চাঁদাপ্রার্থীরা পালটা প্রশ্ন হাঁকালেন। মার্ক টোয়েনের জবাবে খানিকটা হতাশও হলেন তারা। মার্ক টোয়েন আগের মতোই উদাস কণ্ঠে বললেন, ‘কারণটা পানির মতো সোজা। যারা কবরে শুয়ে আছেন তাদের কোনো সাধ্য নেই কবরস্থানের বাইরে আসার আর আমরা যারা বাইরে আছি, তারাও প্রাণ থাকতে চাইব না ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে ওখানে প্রবেশ করে বাস করার। কাজেই ভাঙাটা যেভাবে আছে সেভাবেই থাক।

দেওয়াল মেরামত করে অহেতুক টাকা খরচ করার দরকার নেই’।

মার্ক টোয়েনের জবাব শুনে চাঁদা চাইতে আসা লোকজন বুঝতে পারলেন তারা ভুল জায়গায় হাজির হয়েছেন। মুখ ব্যাজার করে প্রায় সঙ্গে সঙ্গে প্রস্থান করলেন তারা।

চাঁদাবাজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম