আরও পড়ুন
যুগান্তরের ফান ম্যাগাজিন ‘বিচ্ছু’ বাংলাদেশের রম্য সাহিত্যের জগতে একটি বিশেষ নাম, যা দীর্ঘদিন ধরে পাঠকদের বিনোদনের পাশাপাশি সচেতন করেও চলেছে। সমাজ ও রাজনীতির বিভিন্ন বিষয়কে তীক্ষ্ণ ব্যঙ্গ এবং সূক্ষ্ম রসবোধে তুলে ধরে এই ম্যাগাজিনটি পাঠকের কাছে আলাদা একটা জায়গা করে নিয়েছে। ‘বিচ্ছু’-র প্রতিটি সংখ্যাই পাঠকদের জন্য ভিন্নমাত্রার আনন্দদায়ক এবং বুদ্ধিদীপ্ত অভিজ্ঞতা তৈরি করে, যা যুগান্তরের প্রকাশনার ভিন্নধর্মী দিককে তুলে ধরে।
