Logo
Logo
×

বিচ্ছু

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

বলুন তো, সংসারের

চেয়ে ভয়াবহ জিনিস

কিছু কি আছে?

রাইহানুল ইসলাম মিলন

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

আছে তো। মার্কেট বা

শপিংমল। মাঝে মাঝে বউকে নিয়ে শপিংয়ে গেলেই

বুঝতে পারবেন।

সম্পাদক মহাশয় এই

শ্রাবণের জল ধারায়

আপনি কী করছেন?

ওলি মুন্সী

সাতক্ষীরা সদর, সাতক্ষীরা

বসে বসে শ্রাবণের জল

সংগ্রহ করছি। ভাবছি মিনারেল ওয়াটার নাম দিয়ে বাজারে

বিক্রি করব।

নিজের মাথা থাকতে

মানুষ পরের মাথায় কাঁঠাল

ভাঙে কেন?

শারমিন নাহার ঝর্ণা

পাংশা, রাজবাড়ী

মাথায় কাঁঠালের আঠা লেগে যাওয়ার ঝুঁকি এড়াতে।

যাতে তেল-শ্যাম্পুর খরচটা বাঁচানো যায়!

আচ্ছা বলুন তো,

রাজনীতিতে অনেকে সাধুর

বেশ ধরে কেন?

হাফিজ মুহাম্মদ

ফুলবাড়ী, কুড়িগ্রাম

সাধুর বেশেই লাভ বেশি।

মানে এতে পাবলিককে বোকা বানিয়ে ধোঁকা দেওয়া সহজ হয় তো তাই!

মহা অবান্তর প্রশ্ন

আচ্ছা বলুন তো, লোকে কেন কাদা ছোড়াছুড়ি করে?

মোঃ সেকেন্দার মোল্যা, লোহাগড়া, নড়াইল

কাদা বিনা পয়সায় পাওয়া যায় তো তাই। কাদা যদি টাকা দিয়ে কিনতে হতো তবে ছোড়াছুড়িও বন্ধ হয়ে যেত!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর

ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯

মেইল : bicchoojugantor@gmail.com

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম