যুগান্তরের আজকের পত্রিকার ‘বিচ্ছু’ বিভাগে পাবেন প্রতিদিনের রসিকতা, হাস্যরসাত্মক গল্প এবং সমাজের ছোট খুনসুটির সঙ্গে রাজনীতি বা দৈনন্দিন জীবনের মর্মস্পর্শী অধরা ব্যঙ্গ—‘কৌতুক’, ‘অবান্তর প্রশ্ন’ ও ‘বাঙালির হাসির গল্প’ থেকে শুরু করে অদ্ভূত দিনযাপনের সবকিছু।
