আজকের পত্রিকার “স্মরণীয়‑বরণীয়” বিভাগে আমরা সম্মান করি ইতিহাস ও সংস্কৃতির অম্লান মায়াজাল। এখানে দর্শনীয় ব্যক্তিত্বদের—যেমন বিলায়েত খাঁ, মাহবুব‑উল আলম, ডা. লুৎফর রহমান—জীবন, শিল্প ও কল্যাণময় অবদানের স্মৃতিচিহ্ন ছড়িয়ে রয়েছে। প্রতিটি নাম হৃদয়ে দাগ ফেলে যায়: তাদের জীবনচর্চার কাহিনি, সাহিত্য ও সঙ্গীতের অবদান, অথবা মানবসেবায় অগ্রণী ভূমিকা—এসব “স্মরণীয় ঘটনাকে” করে তুলে ধরা হয়েছে শ্রদ্ধা ও বর্ণনামূলক দৃষ্টিভঙ্গিতে।
