প্রকৃতি সংরক্ষণ!
লেখা : সত্যজিৎ বিশ্বাস * আঁকা : কাওছার মাহমুদ
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সারা দিন দেখি প্রকৃতি-প্রকৃতি বলে মুখে ফেনা তুলে ফেলছিস, ব্যাপার কী?
সুস্থ, সুন্দর জীবনের জন্য প্রকৃতিই তো সব। প্রকৃতির যত্ন নেওয়া কত জরুরি বুঝতে পারছ না, মা?
ঘটনা তাহলে এতদূর গড়িয়েছে! প্রকৃতির বাসার ঠিকানাটা দে তো।
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষ্যে ‘প্রকৃতি সংরক্ষণ’ নিয়ে কিছু বলবেন?
আপনাগো জ্বালায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ারও উপায় নাই। এই গরমে গায়ে কাপড় সংরক্ষণ করতে পারতেছি না, আপনি আইছেন প্রকৃতি সংরক্ষণ নিয়া!
ক্ষমতা দেখিয়ে কেউ জলাভূমি দখল করে নেয়, কেউ বনভূমি দখল করে নেয়-এসব কী?
প্রকৃতি সংরক্ষণ! জলাভূমি, বনভূমিই তো প্রকৃতি। প্রকৃতিকে বাপের সম্পত্তি মনে করে নিজের সঙ্গে রেখে রক্ষণ-ভক্ষণ কি প্রকৃতি সংরক্ষণ হলো না?
‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ উপলক্ষ্যে আমরা কী কী করতে পারি?
মহারাজ, সারা পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে মানুষ যা করছে, আমাদের আর কিছুই করতে হবে না।
এইভাবে যদি পুকুর, নদী, নালা সব ভরাট কইরা ফেলতে থাকে, কই যামু কাকা?
এত টেনশন করিস না তো। মঙ্গল গ্রহে খবর লাগাইছি। তা ছাড়া বৃহস্পতি, শনির কিছু উপগ্রহ থেকেও গ্রীন সিগন্যাল পাইছি।
