|
ফলো করুন |
|
|---|---|
আমার পরান টাহা চায়
টাহা খাই, আমি খাই গো।
টাহা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই কিছু
নাই গো।
আমার পরান টাহা চায়।
তুমি ফাইল যদি নাহি পাও,
যাও টাহার সন্ধানে যাও-
আমি টাহারে চেয়েছি খামের মাঝে,
আর কিছু নাহি চাই গো।
আমার পরান টাহা চায়।
আমি টাহার বিরহে রহিব বিলীন,
ফাইল করিব না পাশ
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি,
দীর্ঘ বরষ মাস।
যদি ফাইল নিতে কালও আস,
যদি যায় তোমার তাতে বাঁশও
তবু আমি টাহা চাই, তাই যেন পাই,
তুমি যত দুখ পাও গো।
আমার পরান টাহা চায়।
সেন্ট্রাল রোড, ঢাকা।
