Logo
Logo
×

বিএনপি

কায়সার কামালের সহযোগিতায় চক্ষু চিকিৎসার পর চশমা পেলেন আরও ৬৫ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম

কায়সার কামালের সহযোগিতায় চক্ষু চিকিৎসার পর চশমা পেলেন আরও ৬৫ জন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক উদ্যোগ হিসেবে এগারো ধাপে ৪৫০ জনের চোখের অপারেশন করিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অপারেশনের পর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন ছানি রোগীর পরীক্ষা-নিরীক্ষা শেষে চশমা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দ্বিতীয় ধাপে ৬৫ জন রোগীকে চশমা দেওয়া হয়।

শনিবার বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজার এলাকায় চশমা বিতরণ এবং অপারেশন হওয়া রোগীদের ফলোআপের ব্যবস্থা করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্গাপুরের চোখের অপারেশন হওয়া সব রোগীদের আজ চশমা বিতরণ শেষ হয়েছে। ৫৬ জন নতুন রোগীসহ মোট ৬৫ জনকে চশমা দেওয়া হয়েছে। এর আগে বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে নিয়ে নিয়ে চশমা বিতরণ করেছিলাম। আজ কন্যা দিবস উপলক্ষে আমরা নারীদের মাধ্যমে চশমা বিতরণ করেছি। পাশাপাশি অপারেশনকৃত রোগীদের মধ্যে অধিকাংশই ছিলেন নারী। 

চক্ষু চিকিৎসা এবং অপারেশনসহ এই মহৎ কর্মযজ্ঞের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা মানুষের চোখে আলো ফেরানোর মানবিক উদ্যোগ হাতে নিয়েছি। এখন পর্যন্ত ৪৫০ জন চোখের আলো ফিরে পেয়েছেন। এখন তারা নতুন করে আলো দেখবেন, জীবনের সৌন্দর্য উপভোগ করবেন। এখন তাদের প্রত্যেককে প্রয়োজনীয় চশমা ও পরবর্তী চিকিৎসা দেওয়া হচ্ছে। এখনো ৪৮১ জন রোগীর অপারেশন বাকি রয়েছে। ইনশাআল্লাহ, ধাপে ধাপে সবার চোখের আলো ফেরাতে আমরা কাজ চালিয়ে যাব।

চোখের চিকিৎসা ও চশমা পেয়ে রোগীরা জানান, বিনামূল্যে এই সেবা পেয়ে তারা আবারো স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। এখন তাদের চলতে ফিরতে আর কোনো সমস্যা হচ্ছে না।

চশমা বিতরণে উপস্থিত ছিলেন- ডা. ইমরান কাদের রুবেল, (ডিএসকে) মিসেস লুসি রাংসা, বিশিষ্ট শিক্ষানুরাগী মিনারা আক্তার, প্রজেক্ট ম্যানেজার এসএপিএল দুর্গাপুর এবং শিক্ষিকা প্রতিমা রানী সরকার ও মমতা নাগ। আরও উপস্থিত ছিলেন মাওলানা নুরুল হক, মাওলানা আব্দুর রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি তোবারক হোসেন খোকন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম