৩১ দফা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: হাসান সরকার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার।
শনিবার (১৮ অক্টোবর) বিকালে গাজীপুর মহানগরের গাছা থানার ৩৫ নাম্বার ওয়ার্ড বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় বটতলা রোডে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান।
তিনি বলেন, ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ন্যায়বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সভায় বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা দেশের জনগণের মনের কথা। এই দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আসবে।
সভায় বক্তব্য রাখেন- মহানগর বিএনপি নেতা হাজী বাবর আলী, মহানগর তাঁতী দলের সভাপতি তাজুল ইসলাম বেপারি, হারুন-অর-রশিদ খান, আজিজুল হক রাজু মাস্টার, হাজী আবুল কাশেম, মো. আবুল হোসেন, মতিউর রহমান মৃধা, কামরুজ্জামান বিপ্লব, হাজী আব্দুস সামাদ, আলম মাস্টার, বেলায়েত হোসেন মাস্টার, কাউসার ও ছাত্রদল নেতা মো. রিফাত সরকার প্রমুখ। সভাটি পরিচালনা করেন শরিফ সরকার।
