Logo
Logo
×

বিএনপি

গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে সংসদ নির্বাচন: কায়সার কামাল

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে সংসদ নির্বাচন: কায়সার কামাল

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: যুগান্তর

বিএনপির নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীতপ্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত ১৫ থেকে ১৬ বছর হাজার হাজার মানুষ গুম হয়েছে, ক্রসফায়ারে মারা গেছে। জুলাই অভ্যুত্থানে দেড় থেকে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছেন। তারা আত্মত্যাগ করেছেন দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মেডিকেল ক্যাম্পটি কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে এতে সহযোগিতা করে ড্যাব ময়মনসিংহ। 

ক্যাম্পে নিবন্ধন করা অন্তত ৫ হাজার ৪৫৬ জন রোগী ছাড়াও আরও ৭৯০ জনের চিকিৎসা সেবা দেওয়া হয়। চক্ষু, অর্থোপেডিক, নাক কান গলা, মেডিসিন, কার্ডিয়লজি, নিউরো মেডিসিন, চর্ম ও যৌন, বক্ষব্যাধি, শিশু রোগ, গাইনিসহ বিভিন্ন রোগের অন্তত ৮০ জন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম