Logo
Logo
×

বিএনপি

গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: ড. মোশাররফ

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫২ পিএম

গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই: ড. মোশাররফ

ড. খন্দকার মোশাররফ হোসেনের মিছিল। ছবি: যুগান্তর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আমরা জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে চেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার তা মেনে নিয়েছে, সেজন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি। 

রোববার (১৬ নভেম্বর) দাউদকান্দি সদরে ‘শহীদ রিফাত পার্কের’ সামনে মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে এতে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে ভীত হয়ে দুয়েকটি রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। ফেব্রুয়ারির নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে দেশ ও জনগণের সর্বনাশ করা। জনগণ আশা করছে, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে। 

খন্দকার মোশাররফ বলেন, মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে ভোট দিতে উম্মুখ হয়ে আছে। তারা ভোট দিয়ে পছন্দসই একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে। 

দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ইনশাআল্লাহ, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সন্দেহের কোনো কারণ নেই। নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই।

তিনি বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন; যা ইতোমধ্যে দেশের মানুষ সাদরে গ্রহণ করেছেন। তারেক রহমান ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ও সরকার পতনের এক দফার আন্দোলন কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং তার নির্দেশেই বিএনপির নেতাকর্মীরা যোগ দিয়েছেন। 

দাউদকান্দি উপজেলা এবং পৌরসভা বিএনপির সব ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক এবং নানা শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম