Logo
Logo
×

বিএনপি

এবারও তালিকায় নেই রুমিন ফারহানা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম

এবারও তালিকায় নেই রুমিন ফারহানা

রুমিন ফারহানা। ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতেও মনোনয়ন পাননি বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ পর্যন্ত বিএনপি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনো ফাঁকা রয়েছে ২৮টি আসন। ফাঁকা আসনে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনও রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন চেয়েছেন রুমিন ফারহানা।

এর আগে ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ২৩৭ আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এর মধ্যে মাদারীপুর-১ আসনের প্রার্থী কামাল জামান মোল্লার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার ওই আসনে মনোনয়ন পেয়েছেন নাদিরা আক্তার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম