চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ
দেশ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে: মীর হেলাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, যারা জনগণের ভোটে আস্থা রাখে না, তারাই পরিকল্পিতভাবে প্রার্থী ও রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এরশাদ উল্লাহ ও শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলা প্রমাণ করে- দেশে এখনো গণতান্ত্রিক পরিবেশ নিরাপদ নয়।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচনের মাঠে প্রতিযোগিতা নয়, বরং ভয় ও সন্ত্রাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
চট্টগ্রাম-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মীর হেলাল আরও বলেন, ওসমান হাদির ওপর গুলি চালানো একটি উদ্দেশ্য প্রণোদিত, সুপরিকল্পিত ও সুসংগঠিত হামলা। নির্বাচনি তফশিল ঘোষণার পর একজন প্রার্থীকে লক্ষ্য করে এমন সশস্ত্র আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি নির্বাচন প্রক্রিয়াকে নস্যাৎ করার গভীর ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন মানেই শুধু ভোটের দিন নয়। এর আগে সমান সুযোগ, নিরাপদ প্রচারণা এবং নির্ভীক রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা। অথচ আমরা দেখছি, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমনে পরিকল্পিতভাবে ভয় দেখানো হচ্ছে, হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণের আস্থা নষ্ট হবে এবং নির্বাচন তার অর্থ হারাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ এবং ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর নূর আহাম্মেদ সড়ক, লাভলেইন, চেরাগী মোড় হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সভাপতিত্ব সমাবেশে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, নিয়াজ মোহাম্মদ খান, আরইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, নগর বিএনপির সদস্য জয়নাল আবেদীন জিয়া, এসএম আবুল ফয়েজ, জাহাঙ্গীর আলম দুলাল, মোহাম্মদ সালাউদ্দিন, কামরুল ইসলাম, মাহবুব রানা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
